মানবতা! বুক চিতিয়ে হিন্দু মন্দির রক্ষা মুসলিম যুবক



Odd বাংলা ডেস্ক: মানবতার কোনো জাত নেই, কোনো ধর্ম-ও নেই কারন সব ধর্মই শান্তির কথা বলে, মানবতার কথা বলে। তবুও যখন সমাজে হিন্দু-মুসলিম ধর্মীয় হিংসার বীজ অঙ্কুর থেকে বেড়ে গাছ হতে শুরু করে তখন কিছু দৃষ্টান্ত জানানো উচিৎ সেই ঘুন ধরা সমাজের মানুষদের। বেঙ্গালুরুতে উত্তপ্ত জনতার হাত থেকে মন্দির বাঁচাতে একে অপরের হাত ধরে মানবশৃঙ্খল বানালো একদল মুসলিম যুবক। বেঙ্গালুরুর ডিজে হাল্লি এবং কেজি হাল্লি থানা এলাকা নবীর বিরুদ্ধে ‘কুরুচিকর মন্তব্য’ ঘিরে গত রাতে রণক্ষেত্রের চেহারা নেয় । প্রায় ৫০,০০০-৬০,০০০ জন জমায়েত করেছিল বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। এই উত্তপ্ত জনতাদের একদল পলকেশী নগরে একটি থানায় এবং কংগ্রেস বিধায়ক আখান্দা শ্রীনিবাস মূর্তির বাড়িতে ভাঙচুর চালায়। তার গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পুলিশ এবং বিধায়কের বাড়ি লক্ষ্য করে বোতল এবং পাথর ছোড়ে তারা এবং বিধায়কের বাড়ির সামনে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরিস্থিতি সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মধ্যে ডিজে হাল্লি থানা এলাকায় একটি মন্দির যাতে হিংসার বলি না হয় তা নিশ্চিত করতে একজোট হয়েএগিয়ে আসেন এলাকার একদল মুসলিম যুবক। তারা মন্দিরের সামনের রাস্তায় একে অপরের হাত ধরে মানবশৃঙ্খল গড়ে তোলেন এবং হিংসার রেশ থেকে বেঁচে যায় ওই মন্দির। ভারত ধর্ম নিরপেক্ষ হলেও ধর্মীয় হিংসার ফলে বলী হয় বহু মানুষ। এই ক্ষয়িষ্ণু সমাজে এরকম দৃষ্টান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে।
Blogger দ্বারা পরিচালিত.