জানেন অযোধ্যার রামমন্দিরের পুজোতে কে কে হাজির থাকবেন?



Odd বাংলা ডেস্ক: দেশে করোনার বাড়বাড়ন্ত৷ তার মধ্যেই রামমন্দিরের ভিতপুজো। তাই ছোট করে সাড়া হচ্ছে অনুষ্ঠান। তৈরি করা হয়েছে ২০০জন অতিথিদের তালিকা৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়া কোনও রাজ্য বা কেন্দ্র শ্বাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি৷ 

 ৫ অগস্ট সকাল ১১ থেকে প্রায় দুপুর ১.১০ পর্যন্ত প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে চলেছেন অযোধ্যায়৷ বিশেষ সূত্রে জানান গিয়েছে যে, মোদি ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, রাম মন্দির পাওয়ার্ড কমিটি এবং প্রশাসনিক প্রধানরাই অতিথি তালিকা চূড়ান্ত করার কাজে রয়েছেন৷ 

চিঠি বা ফোন মারফৎ পৌঁছচ্ছে যাবে সেই আমন্ত্রণ৷ বর্ষীয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবাণী ও মুরলি মনোহর যোশী, দু’জনকেই ফোনে আমন্ত্রণ জানানো হবে৷ যদিও প্রথমদিকে তাঁদের নাম অতিথিদের তালিকায় না থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল৷ যারা উপস্থিত থাকবেন তারা হলেন নরেন্দ্র মোদি, যোগী আদিত্যনাথ, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধ্বী রীতাম্ভরা, কল্যাণ সিং৷ 

অনুষ্ঠানে থাকবেন লাল কৃষ্ণ আডবাণী ও মুরলি মনোহর যোশী (ভিডিও কনফারেন্সের মাধ্যমে)৷ এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের বিশিষ্টরা,উপস্থিত থাকবেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ১৫জন৷
Blogger দ্বারা পরিচালিত.