মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে গ্রহাণু, জানাল নাসা


Odd বাংলা ডেস্ক: তাহলে ধ্বংসের শুরুটা কি এইভাবেই হবে? নাসার ভবিষ্যদ্বাণী থেকে এমনটাই আশঙ্কা করছে বিশ্ববাসী। মার্কিম মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক একদিন আগেই পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে একটি সুবিশাল গ্রহাণু। জানা গিয়েছে গ্রহাণুটির মান ২০১৮ভিপি১ (2018VP1)। 

তবে মার্কিন গবেষণা সংস্থা আরও জানিয়েছে যে, পৃথিবীর সঙ্গে ওই গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা ১ শতাংশেরও কম। নাসার তরফে জানান হয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুটির উচ্চতা সাড় ছয় ফুট।  মার্কিন সংস্থা সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ-এক মতে আগামী ২ নভেম্বর পৃথিবীর গা ঘেঁষে যাবে এই গ্রহাণু। জানা গিয়েছে খালি চোখে এই গ্রহাণু ধরা দেবে না। 

ক্যালিফর্নিয়ার প্যালোমার ওবজার্ভেটরি ২০১৮ সালে প্রথং এই গ্রহাণুটি আবিস্কার করেছিল। নাসা জানিয়েছে গ্রহাণুটে সেই অর্থে বিপজ্জনক নয়। প্রসঙ্গত, প্রত্যেক বছরই ছোট ছোট গ্রহাণু পৃথিবীর কাছাকাছি চলে আসে এবং অধিকাংশই বায়ুমন্ডলে ঢুকে পড়ার কারণে জ্বলে যায় এবং পৃথিবীর বুকে আছড়ে পড়ে নিঃশেষ হয়ে যায়। 
Blogger দ্বারা পরিচালিত.