গণেশ ঠাকুরের এই অঙ্গটি কখনওই দেখবেন না, জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল


Odd বাংলা ডেস্ক: গণেশ হলেন সিদ্ধিদাতা, সুখ-সমৃদ্ধির দেবতা। কোনও শুভ কাজ শুরু করার আগে গণেশের দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু জানেন কি, গণেশের একটি অঙ্গ দেখলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। শাস্ত্র অনুসারে, ভগবান গণেশের মধ্যে পুরো ব্রহ্মাণ্ডের বীজ বাস করে। যার মধ্যে ভাল ও খারাপ দুই-ই বর্তমান। শাস্ত্র অনুসারে বলা হয়, গণেশের কান, হাত, উদর এবং নাভিতে 'শুভ' অধিষ্ঠান করে। আর পিঠে অবস্থান করে 'অশুভ'। এর ফলে গণেশের পিঠ দর্শন করলে তা অশুভ ফল প্রদান করতে পারে। শাস্ত্র অনুযায়ী, গণেশের ডান হাতে বর, বাম হাতে অন্ন, উদরে সমৃদ্ধি এবং নাভিতে ব্রহ্মাণ্ড, চোখে লক্ষ্য ও মাথায় ব্রহ্মলোক অধিষ্ঠান করে। আর গণেশের পিঠে দারিদ্র বাস করে। মনে করা হয়, কেউ যদি গণেশের পিঠ দর্শন করেন সেই ব্যক্তির যে শুধুই ধনক্ষয় হয়, তা নয় সেইসঙ্গে ওই ব্যক্তির জীবন ছারখার হয়ে যান না, সেইসঙ্গে ওই ব্যক্তিকে কর্মক্ষেত্রেও অপমানের সম্মুখীন হতে পারে। তাই কখনও গণেশের পিঠ দেখে ফেললে সিদ্ধিদাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন এবং তাঁর নাম জপ করুন।
Blogger দ্বারা পরিচালিত.