১০২ দিন পর নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত ৪জন, সংক্রমণের সূত্র অধরা


Odd বাংলা ডেস্ক: প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে বিশ্বের হাজারও মানুষ। কিন্তু নজির গড়ে গত ১০১ দিন সম্পূর্ণ করোনামুক্ত দেশ হিসাবে উঠে এসেছিল নিউজিল্যান্ডের নাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে১০২ দিন পর নতুন করে করোনা রোগী সনাক্ত করা গেল নিউজিল্যান্ডে।  

একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, মঙ্গলবার নতুন করে ৪ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন সাউথ অকল্যান্ডে। একই পরিবারের চার ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। যার ফলে পুনরায় কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডন জানিয়েছেন, ১০২ দিন দেশের ফের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সরকারের তরফে এটি নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে চেষ্টা করা হচ্ছে। সেইসঙ্গে ভবিষ্যতের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের দেওয়া তথ্য অনুসারে, এপর্যন্ত নিউজিল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭০ জন, মৃত্যু হয়েছে ২২ জনের। এপর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫২৬জন।  
Blogger দ্বারা পরিচালিত.