JEE এবং NEET পরীক্ষার্থীদের জন্য যাতায়াত-থাকা-খাওয়া বিনামুল্যে দেবে ওড়িশা সরকার
Odd বাংলা ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) এবং ন্যাশনাল এলিজিবিলিট কাম এন্ট্রান্স টেস্ট (NEET) পরীক্ষার্থীদের জন্য নিখরচায় থাকা-খাওয়া এবং যাতায়াতের খরচ বহন করার কথা ঘোষণা করল ওড়িশা সরকার। ওড়িশার মুখ্য সচিব একে ত্রিপাঠি জানিয়েছেন জেইই এবং নিট পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার সমস্ত দায়িত্ব নেবে রাজ্য সরকার।
প্রসঙ্গত, ওড়িশার একটি বিস্তীর্ণ অঞ্চল এখনও বন্য বিপর্যস্ত এবং সেইসঙ্গে করোনা অতিমারিও রয়েছে। তাই পরীক্ষার্থীদের যাতে কোনওরকম বিপদ না হয়, তাঁরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থা করবে রাজ্য সরকার। প্রসঙ্গত, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই জেইই মেইন পরীক্ষা।
কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের যাতায়াত এমনকি থাকা খাওয়ারও ব্যবস্থা করবে নবীন পটনায়ক সরকার। ওড়িশার কটক ভুবনেশ্বর-সহ বিভিন্ন শহরে ২৬টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার জেইই পরীক্ষার্থী রয়েছে। ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, পরীক্ষার্থীরা যেন আগামী ৩১ অগাস্টের মধ্যে নোডাল অফিসে তাঁদের যাবতীয় তথ্য প্রদান করে, এতে করে বিনামূল্যে পরিষেবা পেতে পারবেন তাঁরা। পাশাপাশি পরীক্ষার্থীদের বিশেষ ছাড় দেওয়ার জন্য তাদের অ্যাডমিট কার্ডকেই পাস হিসাবে গণ্য করা হবে।
Post a Comment