ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়াল, একদিনে রেকর্ড সংক্রমিত ৬২ হাজার মানুষ
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে আরও একবার দুশ্চিন্তায় ফেলে দিল দেশবাসীকে। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৫৩৮ জন, যার ফলে সারা দেশে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়াল, সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২,০২৭,০৭৪। এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড গড়ল করোনা আক্রান্তের সংখ্যা।
সারা দেশে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ হওয়ার ২১ দিন পরেই আক্রান্তের সংখ্যা দ্বীগুণ হয়ে গেল। শেষ ২৪ ঘণ্টায় করোনার কবলে মৃত্যু হয়েছে ৮৮৬ জন মানুষের, যার ফলে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪১ হাজার ৫৮৫ জন।
মহারাষ্ট্রে এদিনে একদিনে সর্বোচ্চ সংখ্যায় করোনা আক্রান্ত হয়েছন, সংখ্যাটা ১১ হাজার ৫১৪। যার ফলে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৭৭৯। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে একদিনে ১০ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, যার ফলে সেরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষের কাছাকাছি।
Post a Comment