শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৪,৫০০-এরও বেশি, একদিনে মৃত্যু হয়েছে ১,০৯২ জনের
Odd বাংলা ডেস্ক: শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫০০-এরও বেশি। পাশাপাশি গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৯২ জনের। গত ১৫ দিনে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে রেকর্ড হারে করোনা সংক্রমণ বেড়েছে ভারতে।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ ৬৭ হাজার ২৭৩। অন্যদিকে মৃতেরং সংখ্যা বেড়ে হয়েছে ৫২ হাজার ৮৮৯-এ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে এখনও পর্যন্ত সারা দেশে সুস্থতার হার ৭৩.৬৪ শতাংশ। ভারতে মৃত্যুর হার ১.৯১ শতাংশ।
এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বইয়ের ধারাভি-তে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭৬ জন। ভারতে করোনা সংক্রমণে ২৬ লক্ষের গণ্ডি পেরলো ২০০ দিনের মধ্যে। গত ৩০ জানুয়ারি কেরলে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়।
শনিবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে, ভারতে তিনটি করোনভাইরাস ভ্যাকসিন পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে এবং কোনও ভ্যাকসিন অনুমোদিত হলে, প্রতিটি ভারতীয়ের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
Post a Comment