গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ৬৭ হাজার! এখনও পর্যন্ত সুস্থ প্রায় ১৭ লক্ষ


Odd বাংলা ডেস্ক: ভারতে একদিনে রেকর্ড সংখ্যায় করোনা সংক্রমিত হয়েছে গত ২৪ ঘণ্টায়। একদিনে সারা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৬৬,৯৯৯ জন। যার ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩ লক্ষ ৯৬ হাজার ৯৮২। তবে সারা দেশে এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২ জন। সারা দেশে সুস্থাতার হার এই মুহূর্তে ৭০.৭৬ শতাংশ। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৯৪২ জন রোগীর মৃত্যু হয়েছে, যা নিঃসন্দেহে উদ্বেগজনক। যার ফলে সারা দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৪০,০৩৩। 

সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য হল মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৪০৮জন। সেরাজ্যে এখন করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৮২০। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫০।

করোনা ভাইরাস মহামারিটি গত বছরের শেষ দিকে চিনে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বব্যাপী ৭.৪৯ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে। আক্রান্ত হয়েছে বিশ্বের ২.০৬ কোটি মানুষ।
Blogger দ্বারা পরিচালিত.