২০২০-এর শেষের দিকেই ভারতের বাজারে পাওয়া যেতে পারে অক্সফোর্ডের তৈরি করোনার টিকা
Odd বাংলা ডেস্ক: চলতি বছরের শেষের দিকেই ভারতের বাজারে মিলতে পারে অক্সফোর্ডের তৈরি করা করোনা ভ্যাকসিন, যে ভ্যাকসিনের প্রতিটি পর্যায়ের ট্রায়ালের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। তবে এর পাশাপাশি ভারতের তৈরি করোনা ভ্যাকসিনের ওপরেও নজর রাখা হচ্ছে। এই ভ্যাকসিনের পরীক্ষামুলক প্রয়োগের ফলাফলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞ মহল।
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ভারতের বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের তৈরি করোনার ভ্যাকসিনও লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্তঅক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন অ্যাসট্রাজেনেকা পরীক্ষামূলক প্রয়োগে ভারতে তৈরি করোনার ভ্যাকসিনের চেয়ে এগিয়ে রয়েছে। অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিনের উৎপাদনের অংশীদার হল ভারতের সেরাম ইনস্টিটিউট।
সেরাম ইনস্টিটিউট ইতিমধ্যেই ভারতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন অ্যাসট্রাজেনেকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে। দেশের ১৭টি জায়গা থেকে ১৮ বছরের বেশি বয়সী ১৬০০ জনকে বেছে নেওয়া হয়েছে, যাঁদের ওপরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হচ্ছে। ভারতে তৈরি দুটি কোভিড ভ্যাকসিন, আইসিএমআর-এর সঙ্গে ভারত বায়োটেকের যৌথ ভাবে তৈরি কোভ্যাক্সিন এবং জাইডাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি উভয়েই ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে রয়েছে।
Post a Comment