পাকিস্তান আর্মির সমালোচনা করায় নারী আইনজীবীকে ভয়াবহ নির্যাতন


Odd বাংলা ডেস্ক: আর্মির সমালোচনা করায় পাকিস্তানে এক নারী আইনজীবীকে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। তাকে কয়েক দিন আগে অপহরণ করা হয়েছিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে পাঞ্জাব প্রদেশের মাইলসিতে একটি মাঠের ভেতরে স্থানীয়রা তাঁকে খুব খারাপ অবস্থায় খুঁজে পায়। মানবাধিকারকর্মী আরিফ আজাকিয়ায় শেয়ার করা একটি ভিডিও অনুসারে, ওই নারী আইনজীবী তাঁর এক ভাষণে পাকিস্তান আর্মির বিরুদ্ধে কথা বলেছিলেন। গত সপ্তাহে জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, নারী আইনজীবীকে ১৪ আগস্ট অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার অফিস থেকে অপহরণ করেছিল বলে জানিয়েছে পুলিশ। 

 পুলিশ জানিয়েছে, মাইলসির ধোদা রোডের কাছে একটি মাঠ থেকে তাঁকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সে সময় তাঁর হাত এবং পা বাঁধা ছিল এবং মুখে কাপড় গোজা ছিল, ফলে তিনি কথা বলতে পারছিলেন না। আজাকিয়ার শেয়ার করা অন্য একটি ভিডিওতে দেখা যায়, ট্রমায় থাকা ওই আইনজীবীকে তাঁর অবস্থা সম্পর্কে স্থানীয়রা জিজ্ঞাসা করছেন। তিনি জানান, তিনি দিপালপুরের বাসিন্দা এবং তাঁকে চারজন ব্যক্তি অপহরণ করেছে, নির্যাতন করেছে এবং মাঠে ফেলে দিয়ে গেছে। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানিয়েছেন, তাঁকে দিপালপুর তহসিল সদর দফতরে (টিএইচকিউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভুক্তভোগীর ছেলের কাছ থকে অপহরণের অভিযোগসহ এফআইআর দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। ওই নারী আইনজীবীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। পাকিস্তানে আর্মির সমালোচনা করার জন্য জনগণকে কতোটা ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয় সেটা নারী আইনজীবীর অবস্থা দেখে কিছুটা আঁচ করা যায়। পাকিস্তানে আর্মির সমালোচনা করলে প্রায়শই মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হয়।
Blogger দ্বারা পরিচালিত.