প্রধানমন্ত্রী জন-ধন প্রকল্পের ৬ বছর উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা মোদী সরকারের
Odd বাংলা ডেস্ক: ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পরের বছরই গরিব মানুষের আর্থিক সহায়তার জন্য জন-ধন প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরিব মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামুলক করে দিয়ে সরাসরি তাদের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পাঠানোর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, 'আজ থেকে ছয় বছর আগে প্রধানমন্ত্রী জন ধন যোজনা চালু করা হয়েছিল, লক্ষ্য ছিল সকল মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনা। এই উদ্যোগটি গেম-চেঞ্জার হয়েছে, বহু কোটি মানুষকে উপকৃত করে দারিদ্র্য মোচনের বিভিন্ন উদ্যোগের ভিত্তি হিসাবে কাজ করেছে।#6YearsOfJanDhanYojana'
প্রধানমন্ত্রী আরও বলেন এই প্রকল্পের সবচেয়ে বেশি সুবিধা লাভ করেছেন গ্রামীণ অঞ্চলে বসবাসকারী মহিলারা। জন ধন প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষ্যে এবার সেই প্রকল্পের অধীনেই আরও দুটি নয়া স্কিম যুক্ত করতে চলেছে মোদী সরকার। এই দুই স্কিম হচ্ছে দু'টি পৃথক বিমা। একটি জীবন বিমা, আর অপরটি দুর্ঘটনা বিমা। যাঁদের জন ধন প্রকল্পে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল তাঁরাই এই সুবিধা পেতে পারবেন।
অন্যদিকে 'প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা' প্রকল্পের আওতায় আসতে পারেন ১৮ থেকে ৭০ বছর বয়সের যেকোনও ভারতীয়। এই প্রকল্পে বছরে প্রিমিয়াম দিতে হবে মাত্র ১২ টাকা। দুর্ঘটনায় মৃত্যু হলে বা কর্মক্ষমতা হারালে ২ লক্ষ টাকা মিলবে এবং আংশিক কর্মক্ষমতা হারালে এক লক্ষ টাকা পাওয়া যাবে।
Post a Comment