অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসায়েও সাফল্য লাভ করেছেন যেসব অভিনেতা-অভিনেত্রীরা


Odd বাংলা ডেস্ক: বিনোদন জগতে এসে সবাই সফল হন না। কেউ অভিনয়কেই ধ্যান-জ্ঞান হিসাবে মেনে নেন, আবার অনেকে অভিনয়ের পাশাপাশি অন্য কোনও কাজ করেও অর্থ উপার্জন করেন। অভিনয় পেশাটা খুবই অনিশ্চিত। বিশেষত এই করোনা মহামারি চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের অবস্থা কতটা করুণ। তাছাড়া সকলের হাতেই যে সারাবছর কাজ থাকে এমনটা নয়। এই পরিস্থিতিতে অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যবসাও চালান বেশকিছু অভিনেতা-অভিনেত্রীরা। 


১. আশকা গোরাদিয়া - আশকা গোরাদিয়া 'বল বীর', 'মহারাণা প্রতাপ', এবং 'লাগী তুঝসে লাগান'-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এই সিরিয়াল গুলোতে অভিনয় করে অনেক খ্যাতি অর্জনকারী আশকা গোরাদিয়া মুম্বইয়ের আইসায়াইস (আইসক্রিম ব্র্যান্ড) আউটলেটটির মালিক। এছাড়াও তিনি 'রিনি বাই আশকা' নামে একটি সংস্থাও পরিচালনা করেন। এই সংস্থাটি কসমেটিকস প্রোডাক্ট দ্রব্য তৈরি করে। এসব ছাড়াও আশকা যোগ ব্যায়ামও শেখান।

২.  শাবির আলুওয়ালিয়া - জনপ্রিয় সিরিয়াল 'কুমকুম ভাগ্য' রকস্টার আইকনিক চরিত্রটি ফুটিয়ে তোলার পরে নজর কেড়েছিলেন শাবির আলুওয়ালিয়া। বর্তমানে শাবির সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তাঁর অভিনয় জীবনের পাশাপাশি তিনি 'ফ্লাইং টার্টলস' নামে একটি প্রোডাকশন হাউসের সহ-প্রতিষ্ঠাতাও। এই প্রোডাকশন হাউসটি অনেক জনপ্রিয় সিরিয়ালও করেছে। 


৩. করণ কুন্দ্রা- করণ কুন্দ্রা বিনোদন জগতে 'কিং কুন্দ্রা' নামে পরিচিত। জলন্ধরে তিনি একটি আন্তর্জাতিক কল সেন্টারের মালিক। এর বাইরেও তিনি তাঁর বাবার ব্যবসা পরিচালনা করেন। তাঁর সংস্থা, শপিংমল, অফিস এবং অন্যান্য বিল্ডিংয়ে কাজ করেন। তিনি একজন দক্ষ অভিনেতার পাশাপাশি একজন দক্ষ ব্যবসায়ীও বটে।



৪. রণিত রায় - রণিত রায় শুধু টিভির ধারাবাহিকেই নন অনেক সিনেমাতেও কাজ করেছেন। বিনোদন জগতে বিখ্যাত অভিনেতা রনিত রায়ের 'এস সিকিওরোটি এন্ড প্রোটেকশন ' নামে একটি সংস্থা রয়েছে। এই সংস্থাটি সেলিব্রিটিদের সুরক্ষা প্রহরী বা দেহরক্ষী সরবরাহ করে। রনিত রায় বছরের পর বছর ধরে টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তবে তিনি তাঁর শো 'আদালত'- এর জন্য খুব বিখ্যাত। 


৫. রক্ষন্ডা খান - 'নাগিন থ্রি'-খ্যাত অভিনেত্রী রক্ষন্ডা খান ভারতীয় ধারাবাহিকে নেতিবাচক ভূমিকা পালন করার জন্য পরিচিত। তিনি 'সেলিব্রিটি লকার' নামে একটি সংস্থার সহ-মালিক। এই সংস্থাটি হাই-প্রোফাইল ব্যক্তি এবং তারকাদের জন্য ইভেন্টগুলি হোস্ট করে। প্রতি বছর অনেক সেলিব্রিটি ইভেন্ট এবং শো-সহ এটি বিনোদন শিল্পের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলির মধ্যে একটি।


৬. আমির আলি - আমির আলি একসময় হিন্দি ধারাবাহিকের বিখ্যাত তারকা ছিলেন। তবে এখন টিভি অনুষ্ঠানে খুব কমই দেখা যায় তাঁকে। বর্তমানে তাঁর আয়ের উৎস 'বাসন্তী' নামে একটি বিখ্যাত রেস্তোঁরা। এই রেস্তোঁরাটির থিম হল বলিউড, যার কারণে অনেক তারকারাও সেখানে যান। আমিরের ব্যবসাটি অত্যন্ত লাভজনক এবং তিনি এটিও মেনে নিয়েছেন যে বাসন্তী রেস্তোঁরায় বিনিয়োগ তাঁর জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত।


৭. সানজিদা শেখ -  সানজিদা শেখ অন্যতম জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী। তিনি 'এক হাসিনা থি', 'লাভ কা হ্যায় আওয়াজ' -এর মতো সফল সিরিয়ালগুলির পর তিনি অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি একটি ভুতুরে ওয়েব সিরিজ 'গ্যাহেরাইয়া'-তেও অভিনয় করেছিলেন। খুব কম লোকই জানেন যে সানজিদা শেখের "সানজিদাস্ পার্লার" নামে একটি বিউটি পার্লার রয়েছে। আসলে এটি তাঁর মায়ের স্বপ্ন যা তিনি পূর্ণ করেছিলেন। 


৮. অর্জুন বিজলানি - টিভির অন্যতম ব্যয়বহুল অভিনেতা অর্জুন বিজলানির মুম্বাইয়ের একটি মদের দোকান রয়েছে। তিনি বক্স ক্রিকেট লিগের (বিসিএল) মুম্বই টাইগার্স দলের মালিক। অর্জুন হাঙ্গামা টিভিতে 'কার্তিক' শো দিয়ে টিভিতে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি এছাড়াও অনেকগুলি সিরিয়ালে অংশ নিয়েছেন যার মধ্যে 'লেফ্ট রাইট লেফ্ট', 'মেরি আশিকী তুমি সে হি', 'নাগিন', 'মিলে জাব হম তুমি', 'কাভাচ' ইত্যাদি।


৯. মোহিত মালিক - 'কুলফি কুমার বাজেওয়ালা' সিরিয়ালে সিকান্দার সিং গিল হিসাবে খ্যাতি পাওয়া মোহিত মালিকের মুম্বইতে দুটি বিখ্যাত রেস্তোরাঁ 'হোমমেড ক্যাইফে' এবং '1 বিএইচকে' রয়েছে। তিনি তাঁর স্ত্রী-এর সঙ্গে একসঙ্গে এটি পরিচালনা করেন। '১ বিএইচ কে' রেস্তোরাঁয় অভিনেত্রী সিম্পল কৌলও এই দম্পতির সঙ্গে অংশীদারি হিসেবে রয়েছেন।


১০. গৌতম গুলাটি - বিগ বস বিজয়ী গৌতম গুলাটির দিল্লিতে একটি নাইটক্লাব রয়েছে। 'আরএসভিপি' নামের এই নাইটক্লাবটি তরুণদের মধ্যে খুব জনপ্রিয়।।
Blogger দ্বারা পরিচালিত.