সংকটজনক হলেও স্থিতিশীল প্রণব মুখোপাধ্যায়, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টেই, জানাল হাসপাতাল
Odd বাংলা ডেস্ক: প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক হলেও স্থিতিশীল, এখনও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে। এমনটাই জানানো হয়েছে সেনা হাসপাতাল সূত্রে। যেসব চিকিৎসকরা তাঁকে দেখছেন তাঁরা জানিয়েছেন, তাঁর পরিস্থিতি সংকটজনক হলেও স্থিতিশীল। তবে তাঁকে প্রতিটি মূহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়।
প্রাক্তন রাষ্ট্রপতি গত ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এরপর তাঁকে সেনাহাসপাতালে ভর্তি করার পর তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে চিকিৎসকরা তাঁর অপারেশনও করেন। এরপর তিনি কোমায় চলে যান এবং টানা কিছুদিন তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছিল।
হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'শ্রী প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁর ভাইটাল এবং ক্লিনিকাল প্যারামিটার এখন স্থিতিশীল। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে থেকে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।' প্রণববাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর অপারেশন হওয়ার পর থেকে তাঁর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে।
Post a Comment