এখনও গভীর কোমায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তবে আগের চেয়ে ভাল আছেন
Odd বাংলা ডেস্ক: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদ তাঁর ফুসফুসের সংক্রমণের জন্য চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'মাননীয় শ্রী প্রণব মুখার্জ্জীর ফুসফুসের সংক্রমণের জন্য চিকিৎসাধীন। তাঁর রেনাল প্যারামিটারের কিছুটা উন্নতি হয়েছে। এখনও তিনি গভীর কোমাতেই রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। তাঁর অবস্থা হেমোডাইনামিকভাবে (haemodynamically) স্থিতিশীল রয়েছে।'
একজন রোগী তখনই হেমোডাইনামিকভাবে স্থিতিশীল থাকেন যখন, তাঁর রক্তসঞ্চালন পদ্ধতি- রক্তচাপ, হৃদযন্ত্র এবং পালস রেট স্থিতিশীল থাকে। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি গত প্রণব মুখোপাধ্যায় গত ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি হন। তার একদিন আগে রাজাজি মার্গের বাসভবনে পড়ে যাওয়ার পরে তার মস্তিষ্কের রক্ত জমাট বেঁধে যায় সেইসঙ্গে তাঁর করোনা রিপোর্টও পজিটিভ আসে। এরপর আর অপেক্ষা না করে চিকিৎসক তাঁর মস্তিষ্কের অস্ত্রপোচার করেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে অবস্থার অবণতি ঘটতে শুরু করে তাঁর। এরপর ভেন্টিলেটর সাপোর্টে স্থিতিশীল অবস্থায় রয়েছেন প্রণববাবু।
Post a Comment