হাসপাতাল সংস্কৃতির চেয়েও মন্দির সংস্কৃতি বেশি প্রয়োজনীয়



Odd বাংলা ডেস্ক: শনিবার দিলীপ ঘোষ বলেন, ভারতের ঐতিহ্য, গর্ব রাম মন্দির। তাই দেশে (ভারতে) হাসপাতালের সংস্কৃতির তুলনায় মন্দিরের সংস্কৃতি অনেক বেশি প্রয়োজনীয়। অযোধ্যার কোনো মানুষ তো রাম মন্দিরের ভূমিপূজা নিয়ে একবারও প্রশ্ন করেননি। 

বরং গত পাঁচ শতাব্দি ধরে রাম মন্দিরের জন্য বহু মানুষ তাঁদের প্রাণ বলি দিয়েছেন। তাঁর দাবি, যাঁরা রাম মন্দিরের তুলনায় হাসপাতাল বেশি প্রয়োজন বলে দাবি করছেন তাঁরা সঠিকভাবে মানুষকে চিকিৎসা পরিষেবাই দিতে পারেন না। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই। 

তাঁরা মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন। উত্তরপ্রদেশে পর্যাপ্ত হাসপাতাল রয়েছে। করোনা রোগীর তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা যথেষ্ট বেশি। সেখানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাঁরা নিজেদের ধর্মের কথা বুক ফুলিয়ে বলতে ভয় পান, তাঁরাই রাম মন্দিরের বিরোধিতা করছেন। যাঁরা গর্ব অনুভব করছেন, তাঁরা রাম মন্দিরের ভূমিপুজোকে সমর্থন করছেন। দেশটির স্বাধীনতার লড়াইয়ের সঙ্গেও রাম মন্দির ইস্যুর তুলনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

তিনি বলেন, স্বাধীনতার জন্য লড়াই ১০০ বছরের। তবে রাম মন্দিরের জন্য গত ৫০০ বছর ধরে লড়াই চলেছে। লক্ষাধিক মানুষ লড়াইয়ে শামিল হয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েক হাজার মানুষ প্রাণও হারিয়েছেন। যাঁদের রাম মন্দিরের জন্য লড়াই সম্পর্কে ধারণা নেই, তাঁদের আন্দোলন সম্পর্কে আরো জানা উচিত।
Blogger দ্বারা পরিচালিত.