১২টা বেজে ৪৪ মিনিট ৮ সেকেন্ড হল সেই মাহেন্দ্রক্ষণ, মাত্র ৩২ সেকেন্ডে মন্ত্রপড়া ইট স্থাপন করবেন নরেন্দ্র মোদী
Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার দুপুরে গণেশপুজোর মাধ্যমে অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজনের শুভ উদ্বোধন করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রামমন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘড়িতে বেলা ১২টা ৪৪ মিনিট ১৮ সেকেন্ড বাজলেই শুরু হবে সেই মাহেন্দ্রক্ষণ, তারপরে হাতে থাকবে মাত্র ৩২ সেকেন্ড। অর্থাৎ ১২টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড হওয়ার আগেই মন্দিরের ভিতের প্রথম ইট স্থাপনা পর্বটি সেরে ফেলতে হবে৷ শাস্ত্র অনুসারে এই ৩২ সেকেন্ডই স্থায়ী হবে শুভ 'চক্র সুদর্শন মুহূর্ত'।
এই পরিস্থিতিতে এই মাহেন্দ্রক্ষণে ইট স্থাপনে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তার জন্য আগে থেকেই গঙ্গাজল দিয়ে ধুয়ে ইটে চন্দনের প্রলেপ লাগানোর কাজ চলছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, পূজার্চনায় পবিত্রতা বজায় রাখতে ব্রত পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, আজকের পুজো শেষ না হওয়া পর্যন্ত নির্জলা উপবাস রাখছেন প্রধানমন্ত্রী মোদী, এমনটাই দাবি করা হয়েছে ট্রাস্ট সূত্রে। সবার প্রথমে প্রধানমন্ত্রী মোদী দশ মিনিট মতো হনুমানগড়িতে কাটিয়ে পায়ে হেঁটে রামমন্দিরের ভূমিপূজন স্থলে আসবেন৷ এরপর প্রথমে তিনি রামলালার দর্শন ও পুজো করবেন৷ এরপর দুপুর সাড়ে বারোটায় শুরু হবে ভূমিপূজন৷
আরও জানা গিয়েছে, প্রায় ১৫০০-এরও বেশি পবিত্র স্থান, এবং ২০০০-এর মতো নদীর জল ইতিমধ্যেই এসে পৌঁছেছে অযোধ্যার রামমন্দিরে। ট্রাস্ট-এর সূত্রে খবর, এমন সব পবিত্র স্থানের মধ্যে রয়েছে, হলদিঘাটি এবং চিতোর কেল্লা (মহারানা প্রতাপের সঙ্গে যুক্ত), অমৃতসরের স্বর্ণ মন্দির, জম্মুর বৈষ্ণোদেবী, কানপুরের সাত্তি চৌরা ঘাট, নানা সাহেব কেল্লা , বেনারসের রবিদাস মন্দিরের সমস্ত জ্যোতির্লিঙ্গও।
Post a Comment