মোদীর পরে একমাত্র প্রধানমন্ত্রী হতে পারেন রামদেব?



Odd বাংলা ডেস্ক: আমেরিকায় যোগ শেখাতে গিয়েছিলেন বাবা রামদেব । তাঁকে পেয়ে ভক্তরা এতটাই খুশি যে, মার্কিণ মুলুকে শোরগোল পড়ে গিয়েছে ! চড়ছে উত্তেজনার পারদ ! আর সেই হুজিকে গা ভাসিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমও । নিউ ইয়র্ক টাইমস’-এর মত প্রথম সারির সংবাদ পত্র তো বাবা রামদেবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেছেন ! এখানেই শেষ নয় ! ‘নিউ ইয়র্ক টাইমস’-এ লেখা হয়েছে রামদেবই নাকী ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হবেন ! মোদির পর এদেশের দায়িত্ব নেওয়ার একমাত্র যোগ্য উত্তরসূরী নাকী যোগগুরু রামদেব ! দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্য রয়েছে ট্রাম্পের ! ট্রাম্পের মতই বাবা রামদেবও কোটি কোটি টাকার সম্পত্তির অধিকারি । টেলিভিশনে জনপ্রিয়তার নিরিখেও ট্রাম্পকে টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র রামদেবেরই ! ট্রাম্পের মতই নিজের ব্র্যান্ড তৈরি করার ক্ষমতা রাখেন রামদেব এবং দেশের প্রতিটি মানুষ রামদেবকে চেনেন । এছাড়াও, রামদেবের ‘পতঞ্জলি’ এবং ট্রাম্পের সংস্থা একই রকম জনপ্রিয় । যোগার পাশাপাশি রাজনীতিকদের সঙ্গেও যথেষ্ট যোগাযোগ রয়েছে রামদেবে । বিশেষ করে শাসক দল বিজেপির সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা ! আর এহেন প্রভাবশালী ব্যক্তি অনায়াসেই দেশ চালানোর দায়িত্ব নিতে পারেন বলে দাবি নিউ ইয়র্ক টাইমস-এর ।
Blogger দ্বারা পরিচালিত.