স্বস্তিকা বা গণেশ মূর্তি, দরজায় কেন টাঙানো হয়


Odd বাংলা ডেস্ক: নতুন বাসস্থান কিনলে গৃহপ্রবেশের প্রথা বহু যুগ ধরেই প্রচলিত আছে। তেমনই বাড়ির সদর দরজায় গণেশের মূর্তি বা স্বস্তিকা চিহ্ন রাখার পিছনেও রয়েছে বেশ কয়েকটি কারণ। সাধারণত, লক্ষ্মী-গণেশ, স্বস্তিকা ও কুবেরের ছবিই দরজায় টাঙানো থাকে। প্রতিটি ছবি বা চিহ্নের পিছনে পৃথক কারণ থাকে। সনাতন শাস্ত্র অনুযায়ী, পরিবারে শান্তি বজায় রাখার জন্য দরজায় স্বস্তিকা চিহ্ন রাখা আবশ্যিক। 

ঘরে সকলের স্বাস্থ্য ও ভাগ্য যাতে ভাল থাকে, তার জন্য কুবেরের ছবি বা মূর্তি ঘরে রাখুন। সদর দরজায় গণেশ-লক্ষ্মীর ছবি রাখলে সেই পরিবারে সৌভাগ্য বজায় থাকে। কোথাও যাত্রা শুরু করার আগে এই ছবি দেখে বেরনো খুবই শুভ বলে মানা হয়। এছাড়া চেষ্টা করুন যাতে দরজা খুলেই আপনি মনোরম দৃশ্য দেখতে পান। কোনও আবর্জনা যেন না থাকে। দরজা যেন ভূমির সমান স্তরে থাকে বা একটু উপরে থাকে। কখনওই যেন রাস্তার থেকে নিচু স্তরে দরজা না থাকে।
Blogger দ্বারা পরিচালিত.