পলাতক রিয়া চক্রবর্তী, বিহার পুলিশকে রাখা হল কোয়ারেন্টাইনে
Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এখন পর্যন্ত রিয়া চক্রবর্তীর খোঁজ পায়নি বিহার পুলিশ। বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পাণ্ডে এ বিষয়ে জানান, এখন পর্যন্ত এই মামলা প্রাথমিক পর্যায়েই রয়েছে। সব কিছুই নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। আমরা রিয়ার এখনো খোঁজ পাইনি।
রিয়া এ মামলা বিহার থেকে মুম্বাইয়ে আনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তাই সব কিছুই সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করছে।
তবে এর আগে বিহার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছিলেন, রিয়া আমাদের নজরদারিতে রয়েছে।
এদিকে শনিবারই বিহার পুলিশের তদন্তকারী দল কুপার হাসপাতলে সুশান্তের ময়নাতদন্তসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। তবে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্তসংক্রান্ত কোনো তথ্যই তাঁদের দেননি বলে জানা গেছে।
প্রসংগত, এর আগে মুম্বাই পুলিশের পক্ষে জানানো হয়েছিল, ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথাই বলা হয়েছে। প্রসংগত, বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীসহ অনেকেই সুশান্তের লাশ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁদের কথায়, সুশান্তের বাড়ির কাছাকাছি লীলাবতি হাসপাতাল এবং আরো অনেক হাসপাতালই রয়েছে। তা সত্ত্বেও অনেক দূরে কেন কুপার হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল?
IPS officer Binay Tiwari (in pictures) who reached Mumbai from Patna on official duty to lead the police team has been forcibly quarantined by Brihanmumbai Municipal Corporation (BMC) officials: Bihar Police #SushantSinghRajputDeathCase pic.twitter.com/oIhCPy5aDu— ANI (@ANI) August 2, 2020
এদিকে বিহার থেকে আগত পুলিশের দলটিকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের তরফে তাদের ওপর কোয়ারেন্টাইনের জন্য চাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
Post a Comment