'CBI-এর মুখোমুখি হব, তাতে সত্যিটা বদলে যাবে না': সুপ্রিম রায়ে প্রতিক্রিয়া রিয়া চক্রবর্তীর


Odd বাংলা ডেস্ক: সুপ্রিমকোর্টে আজ জাস্টিস হৃষীকেশ রায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভার সিবিআই-এর হাতে অর্পণ করেছেন। সুপ্রিমকোর্টের রায়ের পর সুশান্তের ন্যায় বিচারের সম্ভাবনা দেখতে পাচ্ছেুন তাঁর পরিবারের মানুষজন-সহ তামাত ভক্তরা, যাঁরা এতদিন ধরে একজোট হয়ে সুশান্তের জন্য সিবিআই তদন্তের দাবি করেছিলেন। 

সুপ্রিম রায়ের পর রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্দে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, 'মামলার সত্যতা, পরিস্থিতি এবং মুম্বই পুলিশের রিপোর্ট খতিয়ে দেখার পরে মাননীয় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে, এটিই কাঙ্ক্ষিত বিচার হবে, যেখানে রিয়া নিজেই সিবিআই তদন্তের আহ্বান জানিয়েছিল। মাননীয় সুপ্রিম কোর্ট এও পর্যবেক্ষণ করেছে যে, সুশান্তের মৃত্যু নিয়ে দুটি রাজ্যের একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ জারি রেখেছে, তাই ন্যায়বিচারের জন্য মামলাটি সিবিআই-এর কাছে হস্তান্তর করাই প্রয়োজন। শীর্ষ আদালত মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে। মুম্বই পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতোই রিয়া সিবিআইয়ের তদন্তের মুখোমুখি হবেন। এতে সত্যিটি সত্যিই থাকবে।' রিয়ার হয়ে এমনটাই বক্তব্য জানিয়েছেন রিয়ার আইনজীবি। 
প্রসঙ্গত, শীর্ষ আদালতের এই রায়ে স্বভাবতই বড়সড় ধাক্কার মুখে পড়লেন রিয়া চক্রবর্তী অ্যান্ড কোম্পানী। পাশাপাশি বিহারের এফআইআরও বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি সুশান্তের পরিবার-সহ প্রয়াত অভিনেতার তামাম ভক্তরাও। পাশাপাশি মহারাষ্ট্র পুলিশও যাতে সিবিআই-কে সহায়তা করে সেই নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। মহারাষ্ট্রে বড় ধাক্কায় কার্যত উৎসবের চেহারা নিয়েছে বিহারে। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে বিহারে সুশান্তের বাবার করা এফআইআর সম্পূর্ণভাবে বৈধ এবং এটি বিহার পুুলিশের এক্তিয়ারের মধ্যেই পড়ে। আর মহারাষ্ট্র পুলিশ এতদিন পর্যন্ত যে যে প্রামাণ্য তথ্য পেয়েছে তা তাদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। অর্থাৎ স্পষ্ট ভাষায় বলতে গেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই-কে সবরকমভাবে সাহায্য করতে হবে মহারাষ্ট্র পুলিশকে।
Blogger দ্বারা পরিচালিত.