চলে গেল রকি, মহারাষ্ট্র পুলিশকে ৩৫৬টি কেস সমাধানে সাহায্য করেছিল এই সারমেয়
Odd বাংলা ডেস্ক: হতে পারে সে চারপেয়ে, কিন্তু তাকে ছাড়া চোখে অন্ধকার দেখে মহারাষ্ট্র পুলিশ। কোনও নিষিদ্ধ ড্রাগ হোক বা কোনও বিস্ফোরক, কোনও তথ্যপ্রমাণ খোঁজার বিষয় হোক কিংবা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা- সবকিছুতেই মহারাষ্ট্র পুলিশকে একভাবে সাহায্য করে গিয়েছে রকি। অবশেষে প্রাণ হারাল সামরেয়টি।
এই অনুগত ভরসাযোগ্য সারমেয়টি মহারাষ্ট্র পুলিশকে ৩৬৫টি কেসের কিনারা করতে সাহায্য করেছে। সারা দেশের মানুষের নিরাপত্তায় রকির মতো অনুগত, সাহসী, ন্যায়পরায়ন সারমেয়র ভুমিকা অনস্বীকার্য। রবিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্র পুলিশ। পুলিশ কর্মকর্তারা তাকে সম্মানের সঙ্গে শেষ বিদায় জানিয়েছে।
अलविदा रॉकी!— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) August 16, 2020
आमच्या बीड पोलीस दलातील रॉकी नामक श्वानाचे काल दीर्घ आजाराने दुःखद निधन झाले. त्याच्या आत्म्यास चिरशांती लाभो अशी मी ईश्वराजवळ प्रार्थना करतो. भावपूर्ण श्रद्धांजली! दहशतवादी हल्ले, बॉम्बशोधक, बॉम्बनाशक पथके, गुन्ह्यांची उकल आणि सभा बंदोबस्त इ. विषयांच्या (१/३) pic.twitter.com/HpMqBmLods
Post a Comment