বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক নিয়ে এল রাশিয়া, প্রথম প্রয়োগ করা হল পুতিনের মেয়ের শরীরে
মস্কোর গামালেয়া ইন্সটিটিউট-এর তরফে তৈরি করা হয়েছে করোনার এই প্রতিষেধক। ট্রায়ালের পর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পুতিন জানিয়েছে তাঁর মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনার প্রতিষেধক।
সাংবাদিকদের পুতিন আরও জানিয়েছেন, যাতে খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণে টিকা বাজারে নিয়ে আসা যায়, তার জন্য বিপুল পরিমাণে টিকা উৎপাদন করার নির্দে দিয়েছেন তিনি। পুতিন আরও জানিয়েছেন, তাঁর মেয়ের শরীরে টিকা প্রয়োগের পর তাঁর একটু জ্বর এসেছিল, তবে তা কিছুক্ষণ পরে জ্বর সেরেও গিয়েছিল। তিনি এও জানিয়েছেন, এই প্রতিষেধকের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
Post a Comment