'আপনাকে বিনা পয়সায় করোনার টিকা দেব', পুতিনের দয়া প্রত্যাখান করলেন ট্রাম্প



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা সাহায্যের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে বলে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, করোনাভাইরাসের টিকা প্রস্তুত করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্র সেই সহযোগিতা নিতে রাজি হয়নি। রাশিয়ার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র বরাবরই বিশ্বাস রাখে না। 

আমরা মনে করি, সেই অবিশ্বাসের কারণে যুক্তরাষ্ট্র করোনা টিকার ব্যাপারে আমাদের সহযোগিতা নিতে চাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন উল্টো কথা। তারা মনে করেন, রাশিয়ার টিকা সঠিকভাবে তৈরি করা হয়নি। কর্মকর্তাদের অনেকে বলছেন, বানরের ওপরও ওই টিকা প্রয়োগের উপায় নেই, মানুষ তো দূরের কথা। প্রসঙ্গত, গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার দেশের গবেষকরা করোনা টিকা তৈরি করেছেন। আর সেই টিকা পুতিনের মেয়ের শরীরে দেওয়া হয়েছে। 

 সেই ঘোষণার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা রাশিয়ার তৈরি টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যদিও রাশিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, রাশিয়ার তৈরি স্পুটনিক ৫ টিকার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উচিত গুরুত্ব সহকারে বিবেচনা করা। তারা এও বলেন, যখন দেখা যাবে যে, রাশিয়ার তৈরি টিকা ব্যাপক কাজে দিচ্ছে, তখন কিন্তু প্রশ্ন উঠবে যে, কেন বিষয়টি গুরুত্ব সহকারে আগে ভাবা হয়নি। কেন টিকা উদ্ভাবন হয়ে যাওয়ার পরেও তা রাজনৈতিকভাবে দেখা হয়েছে, সেই প্রশ্নের উত্তর কে দেবে?
Blogger দ্বারা পরিচালিত.