BREAKING: সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের তদন্তভার এবার CBI-এর হাতে: সুপ্রিম কোর্ট


Odd  বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য মামলায় সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে বিহার পুলিশের সম্পূর্ণ অধিকার আছে সিবিআই-এর তদন্তে সুপারিশ করা। আর সেই নির্দেশ মেনে চলতে হবে মহারাষ্ট্র পুলিশকেও। 

শীর্ষ আদালতের এই রায়ে স্বভাবতই বড়সড় ধাক্কার মুখে পড়লেন রিয়া চক্রবর্তী অ্যান্ড কোম্পানী। পাশাপাশি বিহারের এফআইআরও বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি সুশান্তের পরিবার-সহ প্রয়াত অভিনেতার তামাম ভক্তরাও। পাশাপাশি মহারাষ্ট্র পুলিশও যাতে সিবিআই-কে সহায়তা করে সেই নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। মহারাষ্ট্রে বড় ধাক্কায় কার্যত উৎসবের চেহারা নিয়েছে বিহারে।

রিয়ার আবেদন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে বিহারে সুশান্তের বাবার করা এফআইআর সম্পূর্ণভাবে বৈধ এবং এটি বিহার পুুলিশের এক্তিয়ারের মধ্যেই পড়ে। আর মহারাষ্ট্র পুলিশ এতদিন পর্যন্ত যে যে প্রামাণ্য তথ্য পেয়েছে তা তাদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। অর্থাৎ স্পষ্ট ভাষায় বলতে গেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই-কে সবরকমভাবে সাহায্য করতে হবে মহারাষ্ট্র পুলিশকে। 


১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায়  নিজের অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সম্ভাবনাময় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ।  ঘটনার পর থেকে হওয়া তদন্তে আত্মহত্যার তত্ত্বেই এগিয়েছে মুম্বই পুলিশ। এই পরিস্থিতিতে সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বিহার পুলিশও। 

প্রয়াত অভিনেতার পরিবার কাঠগড়ায় তুলেছেন সুশান্তের বহু চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক তছরূপের অভিযোগ আনা হয়েছে।ইতিমধ্যে আর্থিক লেনদেনের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত করছে ইডি। দু'দফায় প্রায় আট ঘণ্টা ধরে রিয়া ও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়ার সিএ-কেও। তবে এবার সুশান্তের মৃত্যু মামলার ভার গেল সিবিআই-এর হাতে।
Blogger দ্বারা পরিচালিত.