প্রবল বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গে


Odd বাংলা ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাবাস জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড় হাওয়াও। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেবেলা থেকে দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে বাড়বে নদীর জলস্তর। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সৈকত এলাকায় জারি হয়েছে কড়া সতর্কতা। 

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। সন্ধের পর থেকে কলকাতা-সহ ছয় জেলায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে।   
Blogger দ্বারা পরিচালিত.