'গাঁজা খেত সুশান্ত, ছিল চরিত্রের দোষ' মন্তব্য রাজনৈতিক নেতার



Odd বাংলা ডেস্ক: বিধায়ক হাসান মুশরিফের কটাক্ষ, 'ওকে (সুশান্ত) ভারতরত্ন দেওয়ার দাবি উঠলেও আশ্চর্য হব না।' এর আগেই প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কুমন্তব্য করেছিলেন শিবসেনা ও NCP-র নেতারা। 

আর এবার শরদ পাওয়ারের দলের এই বিধায়ক বললেন সুশান্ত নাকি চরিত্রহীন ছিলেন।  এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে NCP বিধায়কের মন্তব্য ছিল, 'সবাই দেখছে ও কত মহান ছিল! 

গাঁজা নিত, বহু মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। আমরা যখন করোনার বিরুদ্ধে লড়াই করছি, তখন এই ধরনের ইস্যুকে গুরুত্ব দেওয়া উচিত কিনা ভেবে দেখা প্রয়োজন।' এরপরই প্রয়াত অভিনেতার জনপ্রিয়তাকে কটাক্ষ করে প্রাক্তন মন্ত্রীর মন্তব্য, 'ওকে (সুশান্ত) ভারতরত্ন দেওয়ার দাবি উঠলেও আশ্চর্য হব না।' মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-NCP জোট ক্ষমতায় রয়েছে। 

এদিকে, সুশান্তের মৃত্যু বিতর্কে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে তথা রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরের। এই প্রসঙ্গেও NCP নেতা হাসান মুশরিফ মনে করেন, 'আদিত্যকে আমি গত ৮ মাস ধরে চিনি। অত্যন্ত নম্র এবং শিক্ষিত ছেলে। অকারণে ওর নামে অপপ্রচার করা হচ্ছে। তবে সত্য সামনে আসবেই।'
Blogger দ্বারা পরিচালিত.