১০০০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত হবে বৈষ্ণব সন্ত রামানুচার্যের মন্দির, তৈরি হবে ১২০ কেজির সোনার মূর্তি
Odd বাংলা ডেস্ক: রামমন্দির এবং হনুমানমূর্তির পর ভারতে তৈরি হতে চলেছে মহান বৈষ্ণব সন্ত ভাগবত রামানুচার্যের মন্দির। হায়দরাবাদ থেকে ৪০ কিলোমিটার দূরত্বে শ্রীরাম নগর জীবা আশ্রমের কাছে তাঁর স্মৃতিতে ২১৬ ফুট উচ্চতার একটি মূর্তি নির্মাণ করা হচ্ছে। ন্দির তৈরি কাজ চলছে। এর নামকরণ করা হয়েছে, 'স্ট্যাচু অব ইক্যুয়ালিটি'। মূর্তিটি তৈরি করা হচ্ছে অষ্টধাতু দিয়ে।
হায়দরাবাদে রামানুচার্যের দুর্দান্ত ওই মন্দির নির্মাণে খরচ হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা। রামানুচার্যের দ্বিতীয় মূর্তিটি তৈরি হবে ১২০ কেজি সোনা দিয়ে তৈরি, যা মন্দিরের গর্ভগৃহে রাখা হবে। প্রসঙ্গত রামানুচার্যের বৃহত্তম মূর্তিটি রয়েছে চিনে, যা তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বলা হয়, আজ থেকে এক হাজার বছর আগে রামানুজাচার্যই হলেন প্রথম ভারতীয় সমাজে সংস্কারক। সমাজে যখন বর্ণপ্রথা ও অস্পৃশ্যতার বাড়বাড়ন্ত ছিল তখন তিনিই প্রথম সন্ত, যিনি সমাজের তথাকথিত নীচু শ্রেণীর মানুষদের মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। তিনিই হলেন সনাতন ঐতিহ্যের প্রথম সন্ত, যাঁর জন্য এই সুবিশাল মন্দির তৈরি হচ্ছে এবং এমন বিশাল মূর্তি স্থাপনা করা হয়েছে।
আরও পড়ুন- ১০০০ বছরের পুরনো হিন্দু সন্ন্যাসীর মৃতদেহ সংরক্ষিত রয়েছে ভারতের এই মন্দিরে, যার রহস্য অপার
মন্দিরের বৈশিষ্ট্যগুলি হল-
- 'স্ট্যাচু অফ ইক্যুয়ালিটি' এবং রামানুজাচার্য মন্দির নির্মিত হয়েছে ৪৫ একর জমির ওপর। মন্দিরটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৪ সালে।
- মন্দিরের মূল ইমারতটি প্রায় ১.৫ লক্ষ বর্গফুট অঞ্চলে নির্মিত হচ্ছে, যা ৫৮ ফুট উঁচু। এর ওপরে 'স্ট্যাচু অফ ইক্যুয়ালিটি' রাখা হয়েছে।
- ২৫ কোটি টাকা খরচ করে সেখানে একটি মিউজিক্যাল ফাউন্টেন ইনস্টল করা হবে। যার মধ্য দিয়ে স্বামী রামানুচার্যের গল্প বর্ণিত হবে।
- উপাসকরা হিন্দি, তামিল, তেলেগু এবং ইংরেজি-সহ ৫ টি আলাদা ভাষায় অডিও গাইডগুলি পেতে পারবেন।
- মন্দিরের মধ্যে রামানুজাচার্যের ভিডিও এবং ছবি থাকবে।
- দক্ষিণ ভারতের ১০৮ 'দিব্য দেশম'-এর রেপ্লিকা এই 'স্ট্যাচু অফ ইক্যুয়ালিটির' চারপাশে নির্মিত হচ্ছে।
- ভারতীয় ভাস্কর তথা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আর্ট ডিরেক্টর আনন্দ সাঁই এই 'স্ট্যাচু অফ ইক্যুয়ালিটি' নকশা তৈরি করেছেন। তাঁ কথায়, মন্দির এবং 'স্ট্যাচু অফ ইক্যুয়ালিটি'র নকশা বানাতে প্রায় ২ বছর সময় লেগেছে।
Post a Comment