'সুশান্তের IPS অফিসার জামাইবাবু বলেছিলেন রিয়ার ওপর চাপ তৈরি করতে', জানাল মুম্বই পুলিশের কর্মকর্তা


Odd বাংলা ডেস্ক: হরিয়ানা পুলিশের এক আইপিএস অফিসার, যিনি সম্পর্কে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু হন, তিনিই নাকি সুশান্ত এবং রিয়ার সম্পর্রক ভাঙতে চেয়েছিলেন, এমনটাই দাবি করলেন মুম্বই পুলিশের ডিসি পরমজিৎ সিং দাহিয়া। সুশান্তের জামাইবাবু ওপি সিং তাঁকে রিয়াকে চাপে রাখার অনুরোধ জানিয়েছেন। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৮ এবং ২৫ তারিখ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই অনুরোধ করেন তিনি। সুশান্তের পরিবারের তরফে মনে করা হয়েছিল যে, রিয়া সুশান্তকে নিয়ন্ত্রণ করছে। তাই ওঁর জীবন থেকে রিয়াকে সরিয়ে দিতেই এমনটা করেছিলেন তাঁর আইপিএস জামাইবাবু। যদিও, সেই আবেদন নাকোচ করে দিয়েছিলেন পরমজিৎ সিং দাহিয়া। বরং তিনি তাঁদের জানিয়েছিলেন এইভাবে কাউকে থানায় ডাকা যায় না, তার জন্য লিখিত অভিযোগ করতে হবে। তাঁরা যদি তা করেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখা হতে পারে। 

অন্যদিকে সুশান্তের থেরাপিস্ট দাবি করেছেন, সুশান্ত বাইপোলার ডিসঅর্ডা রে ভুগছিলেন। তদন্ত করে মুম্বই পুলিশ আরও জানতে পেরেছে যে, মৃত্যুর আগে তিনি গুগলে প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে তাঁর নাম জড়িয়ে কোনও খবর বেরিয়েছে কিনা তা খুঁজেছিলেন, শুধু তাই নয়, যন্ত্রণা না সহ্য করে মরে যাওয়ার উপায়ও ইন্টারনেটে খুঁজেছিলেন। তবে শেষ পাওয়া খবর অনুসারে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে বিহার সরকারের তরফে করা সিবিআই তদন্তের দাবি মেনে নিয়েছে কেন্দ্র।
Blogger দ্বারা পরিচালিত.