বর্তমান প্রজন্মের সবথেকে বড় আতঙ্ক ফোন হারিয়ে ফেলা! রোগের নাম নোমোফোবিয়া



Odd বাংলা ডেস্ক: কারোর অন্ধকারে ভয়, কেউ ওপর থেকে নীচে তাকাতে পারেন না। এই সব ফোবিয়ার সঙ্গে আমরা পরিচিত। কিন্তু আধুনিক জীবনে এই সব আ’তঙ্ক ছাড়াও থাবা গেড়েছে আরও কয়েকটি নয়া ভয়। এগুলিকে মানসিক চাপ বললেও এখনই একে ফোবিয়া হিসেবে চিহ্নিত করতে রাজি নন বিশেষজ্ঞরা। দেখে নেওয়া যাক আধুনিক জীবনের এই নতুন আতঙ্কগুলি।

কারসিনোফোবিয়া – এদের ক্যানসারের ভয় সব সময় তাড়া করে বেড়ায়। কারসিনোফোবিয়ায় যারা ভোগেন, তারা সব সময় মনে করেন যে তাদের ক্যানসার হয়েছে বা হতে পারে। এই কারণে বারবার ডায়েট বদল করেন এরা। পরিবর্তন আনতে থাকেন লাইফস্টাইলেও।

আনুপটোফোবিয়া – আনুপটোফোবিয়ায় যারা ভোগেন তারা বরাবরের মতে এক হয়ে যাওয়ার ভয় পান। সেই কারণে কিছু না ভেবেচিন্তে এরা একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়েন। আত্মবিশ্বাসের অভাব থেকেও আনুপটোফোবিয়ায় জন্ম নেয়।

ম্যাক্রোফোবিয়া – এদের বড্ড বেশি ধৈর্যচ্য়ুতি ঘটে। কম্পিউটারের একটি পেজ লোড হতে যে সময় লাগে, সেটাও দিতে পারেন না এরা। ইমেল পাঠিয়েই তার উত্তরের জন্য ব্যস্ত হয়ে পড়েন এরা। আজকের এই জেট যুগে সবাই অপেক্ষা করতে ভুলে গিয়েই এই ফোবিয়ার জন্ম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ

নোমোফোবিয়া – অনেকে মনে করেন যে সব সময় তাদের রক্তচাপ বেড়ে যাচ্ছে বা হার্টরেটে হেরফের ঘটছে। সব সময় অসুস্থ হয়ে পড়ার ভয় পান এরা। ফোনের নেটওয়ার্ক না থাকলে বা মোবাইলের ব্যাটারি চার্জ কমে এলেও একা আতঙ্কিত হয়ে পড়েন।

জিরো-ইনবক্স সিনড্রোম – ফোনে কোনও নোটিফিকেশন এল কিনা, তা সব সময় চেক করাকে বলে জিরো-ইনবক্স সিনড্রোম। এরা বারবার ফোন চেক করতে থাকেন। এরা অন্য লোকের মনযোগ চান সব সময়। এর থেকেই এই ধরনের ফোবিয়ার জন্ম।
Blogger দ্বারা পরিচালিত.