নিজের দুই কান কেটে ফেলেছেন, এবারে কী কাটবেন?
Odd বাংলা ডেস্ক: ট্যাটু আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে কিম্ভূত কিমাকার বানিয়ে এক অন্যভাবে সবার সামনে নিজেকে তুলে ধরেছেন জার্মানির এক বাসিন্দা। পছন্দমতো চেহারা পেতে কেউ এতদূর যেতে পারেন, এই গল্প না শোনলে চিন্তাই করতে পারবেন না।
গত বছর হঠাত্ই স্যান্ড্রো নামের জার্মানির এই বাসিন্দার মাথায় চেপেছিল, তাঁর মুখটাকে মানুষের মাথার খুলির মতো করে তুলতে হবে। তাই ২০১৯ সালে তিনি দুই কান কেটে ফেলেছিলেন। এছাড়া জার্মানির ফিনস্টারওয়াল্ডের এই বাসিন্দার কপাল এবং হাতের পেছনের রয়েছে ইমপ্লান্ট এবং তার মুখ-ও ট্যাটুতে ছাকা।
এবার ৩৯ বছরের স্যান্ড্রো ‘খুলি’ সদৃশ মুখ করে তোলার কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে নাকের ডগা কেটে ফেলবেন এবং চোখে উল্কি আঁকাবেন বলে পরিকল্পনা করেছেন!
তাঁর এই উদ্ভট শারীরিক পরিবর্তনের আগ্রহ প্রথম জেগেছিল ২০০৭ সালে। সেই সময় তিনি টিভিতে এক ব্যক্তিকে দেখেছিলেন যাঁর মাথায় কাটা ইমপ্লান্ট করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত চেহারা পরিবর্তনের জন্য তিনি ছয় হাজার ইউরোরও বেশি খরচ করেছেন।
তার এমন কাণ্ডে কর্মজীবন এবং প্রেমজীবনের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রেমিকা তাঁকে ছেড়ে গেছে। বন্ধুবান্ধব, পরিবার-পরিজন মনে করেন তিনি মানসিকভাবে অসুস্থ, পাগল। বিভিন্ন সংস্থা তাঁর অদ্ভূত চেহারার জন্যই কাজে নিতে চায়নি। তবে এতকিছুর পরো তিনি নিজের ইচ্ছেয় অদম্য। স্যান্ড্রো জানিয়েছেন, লোকে তাঁকে দেখে কী বললো, তাই নিয়ে আদৌ মাথা ঘামান না তিনি।
Post a Comment