ধান্দাবাজ! গোপনে আস্ত দূতাবাস ভবন বিক্রি করে দেন পাকিস্তানের এই রাষ্ট্রদূত



Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের গণমাধ্যমে এখন বড় খবর দেশটির সাবেক রাষ্ট্রদূত ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ মুস্তাফা আনোয়ার। তার দুর্নীতির খবর সোশ্যাল নেটওয়ার্কেও নতুন করে ভাইরাল। জানা গেছে, ইন্দোনেশিয়ায় ২০০১-২০০২ সালে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুস্তাফা আনোয়ার জাকার্তায় পাক দূতাবাস ভবনটি বিক্রি করে দেন। এই বিক্রি আইনসিদ্ধ ছিল না; দরও ছিল না বাস্তবসম্মত। বলা হচ্ছে, বেআইনি এই বিক্রির ফলে ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার ক্ষতি হয়েছে পাকিস্তানের। 

 সৈয়দ মুস্তাফা আনোয়ারের বিরুদ্ধে গত বুধবার আদালতে অভিযোগ দায়ের করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় নজরদারি প্রতিষ্ঠান ন্যাশান্যাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) এর রাওয়ালপিন্ডি শাখা। পাকিস্তানের গণমাধ্যম জানায়, জাকার্তায় নিয়োগ পাওয়ার পরই পাক দূতাবাস ভবনটি বিক্রি করার তোড়জোড় শুরু করে দেন আনোয়ার। এ জন্য পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পরোয়া না করে তিনি সংবাদমাধ্যমে বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন। 

বিক্রির প্রক্রিয়া শুরু করে তারপর আনোয়ার খবর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ঘটনার জন্য ন্যাশান্যাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোরও (এনএবি) তীব্র সমালোচনা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত মাসে। উচ্চ আদালত বলেন, দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানটি মুস্তাফার বিরুদ্ধে তদন্ত শেষ করে অভিযোগ আনছে না। এরপরই গত বুধবার অভিযোগ দায়ের করল এনএবি।
Blogger দ্বারা পরিচালিত.