আপনি কি ব্ল্যাকহেডসের সমস্যায় জেরবার? ঘরে তৈরি এই স্ক্রাবে মিলবে সমাধান


Odd বাংলা ডেস্ক: সুন্দর-চকচকে ত্বক পেতে কার না ভাললাগে। কিন্তু যাঁদের তৈলাক্ত ত্বক তাঁদের ত্বকের যত্ন নেওয়াটা অন্যান্যদের তুলনায় একটু কঠিন হয় দাঁড়ায়। কারণ তাঁদের ত্বকে পিম্পেল, অ্যাকনে, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস-এর সমস্যা লেগেই থাকে। এর থেকে রেহাই পেতে অনেকেই পার্লারের দামি ট্রিটমেন্ট করান। কিন্তু আজ আপনাদের জানাব বাড়িতে বসে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কীভাবে ব্ল্যাকহেডস-এর সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন-

এর জন্য যা যা লাগবে-
  • একটি কলা- পেস্ট করে নেওয়া
  • ওটসের গুঁড়ো- ২ টেবিলচামচ 
  • মধু- ১ টেবিল চামচ 


প্রণালী-
সবার প্রথমে একটি পাত্রে ওটসের গুঁড়োটা নিয়ে নিন। এবার তার মধ্যে কলা এবং মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখের ব্ল্যাকহেডস প্রবণ অঞ্চলে ভাল করে মেখে নিন। এবার ক্লকওয়াইজ ৫ থেকে ৭ মিনিট হাল্কা হাতে ম্যাসাজ করুন। সবশেষে ঈষদ উষ্ণ জলে  ধীরে ধীরে তুলে ফেলুন। এরপরে কোনও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

সুবিধা- কলার ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে মৃত কোষ দূর করতে এবং ময়লা পরিষ্কার করতে কাজ করে ওটস। মধু ময়েশ্চারাইজিং উপাদান হিসেবে ত্বকে দারুণ কাজ করে।
Blogger দ্বারা পরিচালিত.