প্রধানমন্ত্রী মোদীকে ১৮ পাতার চিঠি লিখে গুলি করে আত্মঘাতী ১৬ বছরের কিশোরী!


Odd বাংলা ডেস্ক:  সারা দেশের মানুষ যখন  ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই আত্মঘাতী ১৬ বছররে এক বয়সী কিশোরী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। মৃত্যুর আগে পর গত মঙ্গলবার তার ঘর থেকে একটি ১৮ পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয় তার পরিবারের তরফে, যা পড়ে তার পরিবার, বন্ধুবান্ধব এবং এমনকি পুলিশও স্তম্ভিত।

উত্তরপ্রদেশের গন্নৌরের পুলিশ অফিসার দেবেন্দ্র কুমার জানিয়েছেন '১৪ অগাস্ট রাতে গুলি করে আত্মহত্যা করে মেয়েটি। পুলিশ রিভলবারটি উদ্ধার করে তার মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। এরপর তদন্তশুরু করা হলে মঙ্গলবার, তার বাড়িতে তার নোটবুকে ১৮ পাতার একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাঁর পরিবারের তরফে আরও জানানো হয়েছে যে তাঁরা তাঁদের মেয়ের মানসিক সমস্যার জন্য চিকিৎসাও করাচ্ছিলেন।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করে লেখা তা সুইসাইড নোটে, কিশোরী পরিবেশ দূষণ, দুর্নীতি এবং গাছ কাটার মতো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চিঠিতে আরও লেখা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছা তাঁর বহুদিনের। তাঁর সঙ্গে এই সমস্ত বিষয়ে আলোচনা করারও ইচ্ছে ছিল তাঁর। 
পরিবেশ দূষণ, দুর্নীতি এবং বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই কিশোরী তার চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে ক্রমবর্ধমান জনসংখ্যা কমানো, দিপাবলীর সময়ে আতশবাজি নিষিদ্ধকরণ এবং হোলি সময়ে রাসায়নিক রঙের ব্যবহার বন্ধের আবেদন জানান। চিঠিতে সে আরও জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে বয়স্ক মানুষরা যেধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে তাতে সে খুবই ব্যথিত। সে লিখেছে, 'সন্তানরা তাদের বাবা-মাকে যেখানে বৃদ্ধাশ্রমে পাঠায় এমন পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না।'পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, তাঁদের মেয়ের শেষ ইচ্ছে হিসাবে তাঁরা চিঠিটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং তাঁদের মেয়ের শেষ ইচ্ছা যেন পূরণ হয় সেই আবেদনই জানাবেন প্রধানমন্ত্রীর কাছে। 
Blogger দ্বারা পরিচালিত.