জামাইকাতে জন্মদিনের সেলিব্রেশেনের পরেই করোনা আক্রান্ত হলেন অ্যাথলিট উসেইন বোল্ট


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস এবার থাবা বসাল বিশ্বের দ্রুততম মানুষটির শরীরেও। কোভিড পজেটিভ হলেন উসেইন বোল্ট। অলিম্পিকসে আটবার সোনাজয়ী জামাইকার এই অ্যাথলিট নিজেই টুইট করে জানিয়েছেন তাঁর কোভিড আক্রান্ত হওয়ার কথা। 

সোমবার রাতে তিনি একটি ভিডিও টুইট করে জানান গত শনিবার তাঁর করোনা টেস্ট করা হয়েছিল, সোমবার তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি জানিয়েছেন আপাতত নিয়ম মেনে বাড়িতেই থাকবেন তিনি। তিনি আরও বলেন যে, তিনি জামাইকার স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং সেখান থেকে বাড়িতে থেকে কী কী নিয়ম মেনে চলতে হবে, সেই যাবতীয় বিষয় জেনে নিয়েছেন। 


প্রসঙ্গত, গত ২১ অগাস্ট ৩৪ বছরের জন্মদিন সেলিব্রেট করতে জামাইকার সমুদ্রতীরবর্তী শহর মন্টেগো বে-র নতুন বাড়িতে বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিনের পার্টি করছিলেন। প্রায় ৩০ জনের উপস্থিতিতে জন্মদিনের পার্টিতে উদ্দাম নেচেছিলেন বোল্ট। সেই ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। প্রসঙ্গত সেদিনের পার্টিতে জামাইকান ফুটবলার তথা ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির নির্ভরযোগ্য ফরোয়ার্ড রাহেম স্টার্লিং-ও। আর সেই কারণে তাঁকে ঘিরেয়ে উদ্বেগ বাড়ছে। 
Blogger দ্বারা পরিচালিত.