'জল বা চায়ে চার ফোঁটা মিশিয়ে ওকে সিপ করাও...কাজ হবে', রিয়ার হোয়াটসঅ্যাপে চ্যাটে সন্দেহের বীজ


Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় আরও একটি বড় মোড় প্রকাশ্যে এসেছে। সুশান্ত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসার পর রিয়ার মাদকের ব্যবহারের অভিযোগকে আরও জোড়ালো করে তুলেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর তরফে প্রকাশিত রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা গিয়েছে, গত বছর ২৫ নভেম্বর রিয়াকে তাঁর ট্যালেন্ট ম্যানেজার জয়া শাহ লিখেছিলেন, 'জল বা চায়ের সঙ্গে চার ফোঁটা মিশিয়ে ওকে সিপ করাও... ৩০-৪০ মিনিট পরে নেশা হবেই।' উত্তরে রিয়া লেখেন, 'ধন্যবাদ'। এরপর জয়া লেখেন, 'কোনও সমস্যা নেই। আশা করি এটা কাজ করবে।'


উল্লেখ্য, জয়া এবং রিয়া ১০০ বার ফোনে কথা বলেছেন, যার মধ্যে ২৯টি কল জয়া ছিল জয়ার এবং বাকি কলগুলি রিয়া করেছিলেন জয়াকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর দুপুর ২.২৭ মিনিট নাগাদ আসার পর ২.৩৩ মিনিটে কথা হয়েছিল রিয়া ও জয়ার। ইতিমধ্যেই ইডি জয়া শাহকে প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটও খতিয়ে দেখা হচ্ছে।

এখান থেকেই প্রশ্ন উঠছে, সুশান্তের মাদকের নেশা কি সচেতনভাবে ধরিয়েছিলেন রিয়া? কিন্তু কেন? এই সমস্ত প্রশ্নে উত্তর খুঁজতে এখন সুশান্ত কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই আর এখন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। 
Blogger দ্বারা পরিচালিত.