আগামী সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা, জেনে নিন বিস্তারিত
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস মহামারির মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাতা বৈষ্ণো দেবী যাত্রা স্থগিত রাখা হয়েছিল, তার প্রায় পাঁচ মাস পরে, জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে ঘোষণা করা হল যে, আগামী ১৬ অগাস্ট থেকে আবার শুরু করা হবে বৈষ্ণো দেবী যাত্রা।
শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রিন বোর্ড-এর তরফে পুনরায় যাত্রা শুরু করার মাসখানেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল। মন্দির প্রাঙ্গণ নিয়মিতভাবে স্যানিটাইজ করা হচ্ছে এবং কোভিড-১৯ মহামারির জন্য সমস্ত নিয়মাবলী মেনেই তীর্থযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে।
প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের জন্য গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে আগত প্রতিদিন সর্বোচ্চ ৫০০ তীর্থযাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বর্তমান পরিস্থিতি বিচার করে কেবলমাত্র অনলাইনেই তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। কাউন্টারে কোনওরকম রেজিস্ট্রেশন হচ্ছে না।
পবিত্র এই ধর্মস্থান পুনরায় খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাত্রার এক বাসিন্দা জানিয়েছেন, এর মাধ্যমে মন্দির শহরে ফের কর্মসংস্থান গড়ে উঠবে। তবে তিনি আরও বলেছিলেন যে, সরকারের যদি পারে তাহলে জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে আগত যাত্রীদের আরও বেশি সংখ্যায় এই তীর্থক্ষেত্রে প্রবেশের অনুমতি দেওয়া উচিত, তবে অবশ্যই তা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে তবেই।
Post a Comment