আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর হাওয়া অফিস, কিছু জেলায় জারি 'হলুদ সতর্কতা'


Odd বাংলা ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গে অতি ভারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 

আজ উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারি বৃষ্টির সর্তকতা রয়েছে। পাশাপাশি মঙ্গলবারও  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। এই পাঁচ জেলায় ছাড়াও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবে দক্ষিণবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গের দু'এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। 
Blogger দ্বারা পরিচালিত.