বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ, ১৯ ও ২০ তারিখ দক্ষিণবঙ্গে জারি থাকবে বৃষ্টিপাত
Odd বাংলা ডেস্ক: এতদিন পর্যন্ত উত্তরবঙ্গে সক্রিয় ছিল মৌসুমী অক্ষরেখা। আর এবার তা এসে হাজির হল দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বর্ষা হলেও বৃষ্টির ঘাটতি ছিলই। তবে অগাস্টের শেষের দিকে সেই ঘাটতি পূরণ হয়ে যেতে পারে।
মঙ্গলবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারি বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আর তার জেরে ২০ অগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।
উত্তর বঙ্গোপসাগরের উপর মঙ্গলবার যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে পারে। যার ফলে বুধবার দক্ষিণ ২৪ পরগণা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাত বেশি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
Post a Comment