মানবিক তৃণমূল নেতা, পিপিই পরে করোনা সন্দিগ্ধ ব্যক্তিকে বাইকে বসিয়ে নিয়ে গেলেন হাসপাতালে


Odd বাংলা ডেস্ক: চলমান কোভিড পরিস্থিতিতে এখনও অনেক মানুষের হুঁশ না ফিরলেও বেশিরভাগ মানুষই চেষ্টা করছেন যথাসম্ভব সামাজিক দূরত্ববিধি মেনে চলার। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ব্যক্তির অনেক দুর্দশা এবং হয়রানির খবর প্রকাশ্যে এলেও আজ এমন একজনের কথা আপনাদের বলব যিনি করোনা সন্দিগ্ধ ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন। 

করোনা আক্রান্তের সংস্পর্শে আসা খুবই বিপজ্জনক, কারণ এই মারণ ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে। কিন্তু যথাযথ প্রোটেকশন নিয়েই চিকিৎসকরা আক্রান্তের চিকিৎসা করছেন। তবে এবার এক করোনা সন্দিগ্ধ এক ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে এলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের যুব শাখার সভাপতি সত্যকাম পটনায়েক। আক্রান্ত ব্যক্তির পরিবার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় তিনি নিজে পিপিই কিট পরে আক্রান্ত ব্যক্তিকে নিজের বাইকের পিছনে করে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। জানা যায় ওই ব্যক্তি তাঁদেরই দলের। ওই ব্যক্তির প্রচণ্ড জ্বর ছিল বলে জানা গিয়েছে। 

এপ্রসঙ্গে সত্যকাম পটনায়েক জানান, 'আমি কেবল ভাবছিলাম যে আমরা কীভাবে একজন ব্যক্তিকে এইভাবে কষ্ট দিতে পারি। আমি দু'জন দলীয় কর্মীকে বাইকের ব্যবস্থা করতে বলেছিলাম এবং ছুটে এসে একটি ওষুধের দোকান থেকে পিপিই কিনেছিলাম। তারপরে আমি বাইক নিয়ে সিজুয়া গ্রামে তাঁর বাড়িতে যাই।' এইভাবে নিজের বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বাইকে করে যান তিনি। এরপর ওই ব্যক্তির করোনা টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
Blogger দ্বারা পরিচালিত.