রাজ্যে ফের বদলে গেল লকডাউনের তারিখ, তাহলে ঠিক কবে কবে সম্পূর্ণ লকডাউন, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: আনলক পর্যায়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। এমন পরিস্থিতিতে সপ্তাহে দুদিন করে লকডাউন ঘোষণা করেছিল রাজ্য। কিন্তু কখনও ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানের জন্য মানুষের অনুরোধে, কখনও আবারব্যবসায়িক নানা ক্ষয়ক্ষতির কারণে বারবার লকডাউনের সময়সূচী পরিবর্তন করেছে রাজ্য সরকার। আর এবার রাজ্যে ফের বদলে গেল সম্পূর্ণ লকডাউনের সূচী। অগাস্টের শেষে টানা ব্যাঙ্ক বন্ধের কারণে আগামী ২৮ অগস্ট লকডাউন প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।

অগস্টের ২৮ তারিখ লকডাউন হলে মাসের শেষে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তাই সাধারণ মানুষের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। ফলে আপাতত অগাস্টের ২০ (বৃহস্পতিবার), ২১ (শুক্রবার), ২৭ (বৃহস্পতিবার) এবং ৩১ (সোমবার)- তারিখে গোটা রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে গোটা রাজ্যে। এর আগে ৫ ও ৮ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন পালিত হয়েছে। কিন্তু ২৮ অগস্টের বদলে এ মাসে আর অন্য কোনওদিন লকডাউনের ঘোষণা করেনি নবান্ন।
Blogger দ্বারা পরিচালিত.