চিনের উহান প্রদেশে পার্টি করছেন কয়েক হাজার মানুষ, নেই মাস্কের বালাই, উধাও সামাজিক দূরত্ববিধি
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব এখনও কোভিড জ্বরে কাবু। বৈশ্বিক মহামারির সঙ্গে লড়াই করছেন সারা বিশ্বের মানুষ। বাইরে বেরোলে মাস্ক পরা, হাত বারবার স্যানিটাইজ করা এবং জনবহুল স্থানে সামাজিক দূরত্ববিধি মেনে চলা এখন রোজের নিয়ম হয়ে গিয়েছে। কিন্তু করোনাভাইরাসের উৎপত্তিস্থল চিনের উহান প্রদেশের সাম্প্রতিক ছবিটা দেখলে মনেই হবে না যে, সেখান থেকেই প্রাণঘাতী করোনাভাইরাসের সূত্রপাত হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিনে সেন্ট্রাল চিনের উহান প্রদেশে একটি ওয়াটার পার্কে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ! একটি আন্তর্জাতিক সংবাগদ সংস্থা সূতের খবর, উহানের নাগরিকরা উহান মায়া বিচ ওয়াটার পার্কে একটি বড় ইলেক্ট্রনিক মিউজিক পার্টিতে অংশ নিয়েছিলেন যেখানে তাঁরা সুইম স্যুট এবং গগলস পরে সুইমিং পুলে আনন্দ করছিলেন। আর সেখানে উপস্থিত কারওর মুখেই মাস্ক ছিল না এবং কাউকেই সামাজিক-দূরত্ববিধি অনুসরণ করতে দেখা যায়নি।
যদিও ওয়াটার পার্কে স্বাভাবিকের তুলনায় জনসংখ্যা কম ছিল। জানা গিয়েছে ওইদিন পার্কতে ৫০ শতাংশ মানুষের উপস্থিতি ছিল। পাশাপাশি মহিলাদের জন্য বিশেষ ছাড়েরও বন্দোবস্ত ছিল। মারণ করোনাভাইরাসকে প্রতিরোধ করার জন্য টানা ৭৬দিন লকডাউন থাকার পরে উহান প্রদেশে ধীরে ধীরে খুলে দেওয়া হয় সবকিছু। সেইমতোই গত জুন মাসে খোলা হয়েছিল এই ওয়াটার পার্কটি।
Post a Comment