খাওয়ার পর থালায় জল ঢেলে দেয় অনেকে, রয়েছে বৈজ্ঞানিক কারণ



Odd বাংলা ডেস্ক: খাবার পর থালায় কিছুটা জল ঢেলে দেওয়ার এই এই প্রথা বহু প্রাচীন৷ বাড়ির প্রবীণ সদস্যদের এই কাজটি করতে অনেকেই দেখে থাকবেন৷ খাওয়া শেষ হলে তাঁরা কিছুটা জল সেই থালাতে ঢেলে দেন৷ অনেকেই ভাবেন, থালাতেই হাত ধুয়ে উঠতে সুবিধা বলে কেউ কেউ এটা করেন৷ কিন্তু আসলে তা না৷ 

এর পিছনে রয়েছে অন্য কারণ৷ অনেকে বাস্তবসম্মত কারণ হিসেবে মনে করেন যে, খাবার খাওয়া শেষ হলে সঙ্গে সঙ্গে সেই থালা ধোয়া-মাজা সম্ভব হয় না অনেকের পক্ষেই৷ ধুতে ধুতে বহু সময় চলে যায়৷ আর তারপর যখন সেই থালা মাজতে বসা হয়, হাত ব্যথা অবধারিত৷ থালায় এঁটো খাবার শুকিয়ে গিয়ে একাকার! তাই এই সমস্যার সমাধানেই খাবার পর থালায় জল ঢেলে দেন অনেকেই৷ যাতে থালায় থাকা খাবারের অবশিষ্টাংশ থালায় শুকিয়ে লেগে যায় না৷ ফলে থালাটি ধুতেও সুবিধা হয়৷ তা যতক্ষণই পড়ে থাকুক না কেন৷
Blogger দ্বারা পরিচালিত.