ভেঙে গেল সব রেকর্ড, গত একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ৭০ হাজার, তবে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২১ লক্ষ


Odd বাংলা ডেস্ক: শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড মাত্রায় বাড়ল। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৬৯ হাজার ৬৫২ জন। যার ফলে সারা দেশের করোনা আক্রন্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে এখনও পর্যন্ত সারা দেশে একদিনে রেকর্ড সংক্রমণ এটি। 

তবে এখনও পর্যন্ত সারা দেশে সুস্থ হয়েছে উঠেছেন ২০.৯৬ লক্ষ মানুষ। যার ফলে সারা দেশে সুস্থতার হার বেড়ে গিয়ে হয়েছে ৭৩.৯০ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর হয়েছে ৯৭৭ জনের। যার ফলে সারা দেশের করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৫৩ হাজার ৮৬৬। 

শেষ ২৪ ঘন্টার মধ্যে যে পাঁচটি রাজ্যে সর্বাধিক সংখ্যক করোনা মামলা রেকর্ড করা হয়েছে, সেগুলি হল- মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী দু'দিনের জন্য সম্পূর্ণ লকডাউন শুরু করা হয়েছে। এই নিয়ে চলতি মাসে তৃতীয় ও চতুর্থ দিন সম্পূর্ণ লকডাউন পালন করা হচ্ছে। 

রাজ্য সরকার কর্তৃক করোনাভাইরাসের ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সকল রাজ্যবাসীকে কঠোর লকডাউন পালন করার জন্য অনুরোধ করা হয়েছিল। বারংবার সরকারের তরফে লকডাউনের দিন বদলানোর জন্য সরকারকে বিদ্ধ করেছেন বিরোধীরা। কিন্তু সরকারের তরফে বলা হয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলায় এখন পর্যন্ত ১.২৫ লক্ষেরও বেশি করোনভাইরাস মামলা রেকর্ড করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.