সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে ভারতে একদিনে করোনা আক্রান্ত হলেন ৭৭ হাজারের বেশি মানুষ!
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়ে গিয়েছে। শেষ একদিনে সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২৬৬। যার ফলে সারা দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০। পাশাপাশি একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭ জন। যার ফলে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ হাজার ৫২৯।
করোনা আক্রান্তের নিরিখে সারা বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল-এর পরেই ভারতের অবস্থান। তবে এখনও পর্যন্ত ভারতে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন মানুষ। সারা দেশের সুস্থতার হার দাঁড়িয়ে ৭৬.২৭ শতাংশে।
সারা দেশের মধ্যে সবচেয়ে করোনা বিধ্বস্থ রাজ্য হল মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৩৩ হাজার ৫৬৮। গত ৪ অগাস্ট থেকে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ছে। করোনাভাইরাস মহামারিটি গত বছরের শেষের দিকে চিনে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বব্যাপী ৮.৩১ লক্ষ মানুষের প্রাণ কেড়েছ। অন্যদিকে ২.৪৪ কোটিরও বেশি মানুষ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Post a Comment