মন্দির যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, লজ্জায় আত্মহত্যা
Odd বাংলা ডেস্ক: মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। সেই সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অষ্টম শ্রেণির নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ করল এক ব্যক্তি। চরম লজ্জায় সোমবার আত্মহননের পথ বেছে নেয় সে। চরম লজ্জার ঘটনাটি ঘটেছে উত্তর কর্ণাটকের বগুরের ধারওয়াদ গ্রামে।
৩০ জুলাই মন্দিরে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। কিশোরীর পরিবার তরফে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কিশোরীর পরিবারের তরফে জানা গিয়েছে, ৩০ জুলাই মন্দিরে যাচ্ছিল সে। তখনই অভিযুক্ত তাকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধড়সব করে। এরপর সে বাড়ি ফিরে এসে মা'কে ঘটনার কথা জানায়।
পরিবারের অভিযোগ, ধর্ষত হওয়ার পড়ে লোকলজ্জা এবং মানসিক যন্ত্রণায় সিঁটিয়ে গিয়েছিল মেয়ে। এরপরে ঘরে ঢুকে বিষ খায়। কিশোরীর মা অনেকক্ষণ তাঁকে দেখতে না পেয়ে ঘরে গেলে দেখেন, মেয়ে পড়ে রয়েছে দেহ। তৎক্ষণাৎ তাঁকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়াও হলে শেষরক্ষা হয়নি।
Post a Comment