৯ মিনিটে জন্ম দিলেন ৬ সন্তান, তৈরি হল বিশ্ব রেকর্ড



Odd বাংলা ডেস্ক: এবার মাত্র ৯ মিনিটে ৬ সন্তানের জন্ম দিয়ে বিরল রেকর্ড গড়েছিলেন যু’ক্তরাষ্ট্রের এক নারী। বিরলের মধ্যে বিরলতম ঘটনা বললেও বোধ হয় কমই বলা হবে। জানা গেছে, সাধারণত প্রতি ৪৭ লাখ মানুষের মধ্যে একজনের বেলায় এমন ঘটনা ঘটে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের দ্য ওম্যান হাসপাতা’লে জন্ম হয় ওই ছয় সন্তানের। ৯ মিনিটের ব্যবধানে ৬ সন্তানের জন্ম দেন এক মা। থেলমা চিয়াকা নামের ওই মহিলা জন্ম দেন চার পুত্র ও ২ কন্যা সন্তানের। এর আগে গত ২০১৯ সালের মা’র্চ মাসে ছয় সন্তানের মা হওয়ার এই খবর সারা বিশ্বকে অ’বাক করেছিল। সেই ছয় সন্তানের মা ভোর ৪:৫০ থেকে ভোর ৪:৫৯ এর মধ্যে এই ছয় সন্তানের জন্ম দিয়েছিলেন।
Blogger দ্বারা পরিচালিত.