ভারতের ডিজিটাল স্ট্রাইক অব্যহত, এবার Xiaomi-র ওপর কোপ



Odd বাংলা ডেস্ক: ভারতের ডিজিটাল স্ট্রাইক অব্যাহত। Xiaomi-র তৈরি ব্রাউজারটিকে নিষিদ্ধ করল ভারত সরকার। 'এমআই ব্রাউজার প্রো - ভিডিও ডাউনলোড, ফ্রি ফাস্ট অ্যান্ড সিকিউর' নিষেধাজ্ঞার পরেই কোম্পানিটি সরকারের সঙ্গে কথাবার্তা বলার পদক্ষেপ নিচ্ছে। কিছু মার্কেট অ্যানালিস্টদের মতে, ব্রাউজার কার্যকর না থাকলে ডিভাইসের পারফর্মেন্সের উপরে প্রভাব পড়তে পারে। 

কিন্তু কোম্পানির অফিসাররা জানিয়েছে যে এই পদক্ষেপ ডিভাইসের পারফর্মেন্সের উপরে প্রভাব ফেলবে না আর Xiaomi ফোন ব্যবহারকারীরা সহজেই অন্য ব্রাউজার ডাউনলোড করে সেটি ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে সরকার আরও একটি চিনা অ্যাপ QQ ইন্টারন্যাশনালকেও ব্লক করার নির্দেশ নিয়েছে। 

সরকারী সূত্রের অনুযায়ী, Xiaomi-র ব্রাউজারের বিরুদ্ধে মামলা, যে সব ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব সে সব ডিভাইসে প্রভাব ফেলতে পারে। ভারতের ১০ কোটির বেশি মোবাইল ফোন বিক্রি করেছে Xiaomi, আর এটি একটি শীর্ষস্থানীয় মোবাইল ব্র্যান্ড।
Blogger দ্বারা পরিচালিত.