প্রয়োজন নেই পঞ্জিকার, প্রতিবছর মা দুর্গার আগমন বা গমন কীসে জানতে পারবেন এইভাবে
Odd বাংলা ডেস্ক: মা দুর্গা এবছর কীসে আগমন এবং কীসে গমন-এই প্রশ্ন প্রতিবছরই ঘুরে ফিরে আসে বাঙালির মনে। এই উত্তরের জন্য পঞ্জিকা ঘাঁটলে জানা যায় যে মা দুর্গীরক আগমন বা গমন কীসে হাতি, ঘোড়া, নৌকা নাকি দোলা? প্রাচীন কাল থেকেই শাস্ত্রে দেবীর আগমন এবং গমনের জন্য নানা ধরনের যানবাহনের উল্লেখ পাওয়া যায়। কখন কোন বাহনে চড়ে মা দুর্গা আসবেন, সেই সূত্রেরও উল্লেখ পাওয়া যায়। তবে আর পাঁজি ঘেঁটে নয়, সহজ এই নিয়মটি জানা থাকলে আপনারা নিজেরাই হিসেব কষে বলে দিতে পারেন, কোন বছর মা দুর্গার আগমন কীসে আর গমনই বা কীসে হচ্ছে।
এর জন্য মাথায় রাখতে হবে দুর্গাপুজোর সপ্তমীতে হয় দুর্গার আগমন। আর, গমন হয় দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন বারে পড়ছে, তার উপরই নির্ভর করেই বলা যায় দেবী কীসে আসবেন আর কীসে যাবেন।
'রবৌ চন্দ্রে গজারূঢ়া ঘোটকে শনি ভৌময়োঃ।
গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।।'
'রবৌ চন্দ্রে গজারূঢ়া' অর্থাৎ, সপ্তমী যদি রবিবার বা সোমবার হয়, তাহলে দুর্গার আগমন হবে গজে (হাতিতে)। একইভাবে, দশমী রবি বা সোমবারে পড়লে দুর্গার গমন হবে গজে।
'ঘোটকে শনি ভৌময়োঃ' অর্থাৎ মঙ্গলবার বা শনিবার দিন সপ্তমী পড়লে দেবীর আগমন হবে ঘোটকে বা ঘোড়ায়। একইভাবে, দশমীও মঙ্গলবার বা শনিবারে পড়লে গমনও হবে ঘোটকে।
'গুরৌ শুক্রে চ দোলায়াং' অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার সপ্তমী পড়লে দেবীর আগমন হবে দোলায়। আর, দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবারে পড়ে তাহলে দেবীর গমন হবে দোলায়।
'নৌকায়াং বুধবাসরে' অর্থাৎ, বুধবারদিন সপ্তমী পড়লে দেবীর নৌকায় আগমন এবং দশমীও বুধবারে পড়লে মায়ের নৌকায় গমন হবে।
সপ্তাহের সাত দিনের এই নিয়ম যদি জানা থাকে তাহলে দেবীর আগমন ও গমনের হিসেব করে নিতে পারবেন সহজেই। যেমন এই বছর দুর্গাপুজোর সপ্তমী পড়েছে শুক্রবার। অর্থাৎ এই হিসেব মতো এবার দেবীর আগমন দোলায়। আবার, দশমী পড়েছে সোমবার। ফলে দেবীর গমন হবে গজে।
Post a Comment