স্বামীকে সুখে রাখার ১০টি টিপস
Odd বাংলা ডেস্ক: স্বামীকে সুখে রাখার প্রয়োজনীয় কিছু টিপস স্ত্রীদের জেনে রাখা ভালো। স্বামী আর স্ত্রী দুজনের কর্তব্য একে অপরকে ভালো রাখা, সুখে রাখা, সারাজীবন দুজনের পাশে থাকা। কি কি করলে স্বামীকে সুখে রাখা যায়, সেই সব চিন্তা মেয়েদের মধ্যে সব সময়ই থাকে। স্বামীকে ভালো রাখতে চান না এই ধরনের মহিলা খুব কমই দেখা যায়।
অনেকেই অনেক সময় স্বামীর সাথে বিভিন্ন কারণ নিয়ে ঝগড়া করে থাকেন। এটা প্রায় সব সংসারেই হতে দেখা যায়। তাই বলে ভালোবাসা মোটেই কমে যায় না। অনেক সময় অনেকেই বুঝে উঠতে পারেন না কি করলে স্বামী ভালো থাকবে, তাকে কি করে ভালো রাখা যায়। তারই কিছু টিপস দেওয়া হল।
১. নিজেকে সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করুন। সারাদিনের কাজের পরে রাতে বাড়ি ফিরে আপনার হাসি মুখ দেখে আপনার স্বামী খুবই খুশি হবেন। ২. সবরকম রান্না করতে শিখুন। দেশী বিদেশি রান্না করে ছুটির দিনে স্বামীর খাবার টেবিলে দিন। দেখবেন আপনার স্বামী আপনার রান্না খেয়া কত প্রশংসা করছেন।
৩. স্বামীকে কোন ভাবেই সন্দেহ করবেন না। বিশেষ করে ফোন নিয়ে। রাতে যদি কারুর ফোন আসে তাহলে সেটা নিয়ে অহেতুক ঝগড়া করতে যাবেন না। ৪. স্বামীকে বিছানায় খুশি রাখার চেষ্টা করুন। কারণ সব স্বামিই চায় তার শারীরিক সম্পর্কের দিক যেন ঠিক থাকে। নিজেকে আধুনিক করার চেষ্টা করুন।
৫. স্বামীর সেবাযত্ন করুন। তাকে মাঝে মাঝে ম্যাসাজ করে দিন বডিতে। মাঝে মাঝে মাথায় অয়েল ম্যাসাজ দিন। ৬. সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। এমন কোন কাজ করবেন না যাতে আপনাকে তাকে মিথ্যা কথা বলতে হয়। তার থেকে লুকিয়ে কোন কাজ করবেন না।
৭. নিজেকে সব সময় তৈরি রাখবেন যাতে স্বামী বলার সাথে সাথেই আপনি তার সাথে ঘুরতে বেড়াতে যেতে পারেন। ৮. স্বামী যদি কোন কাজে ভুল সিধান্ত নেয় তাহলে সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন।
৯. স্বামীর পছন্দের জিনিসকে নিজেও ভালোবাসতে শিখুন। দেখবেন এটাতে উনি অনেক খুশি হবেন। ১০. স্বামীর বন্ধু ও তার পরিবারের সবার সাথে আপনিও বন্ধুত্ব করে নিন। দেখবেন আপনার স্বামী এটাতে কতটা খুশি হবেন।
Post a Comment